যুক্তরাষ্ট্রে গড়ে একটি ফোন ব্যবহৃত হয় ৩৩ মাস

২৫ আগষ্ট, ২০১৯ ১০:৫৫  
দিন দিন কমছে স্মার্টফোনের উদ্ভাবনী দিক। অন্যদিকে মান উন্নত হলেও ভর্তুকী কমায় বাড়ছে দাম। এর ফলে স্মার্টফোন ব্যবহারের জীবনচক্র দীর্ঘতর হয়েছে। গত পাঁচ বছরে এই সময়চক্র বেড়েছে দ্বিগুণের মতো। স্মার্টফোনের বাজার নিয়ে এমনই তথ্য দিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্রাটেজি অ্যানালিটিকস। ১৮ থেকে ৬৪ বছর বয়সী আড়াই হাজার স্মার্টফোন ব্যবহারকারীর ওপর জরিপ চালিয়ে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩-১৪ সাল থেকে মার্কিন মুঠোফোন নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠানগুলো নিজেদের নেটওয়ার্ক ব্যাবহারে ভর্তুকি কমিয়ে দেওয়ায় একদিকে সেটের দাম বেড়ে যাওয়া এবং স্মার্টফোনের উদ্ভাবনী দিক দিন দিন কমিয়ে ফেলায় মার্কিন যুক্তরাষ্ট্রে একটি স্মার্টফোন দীর্ঘদিন ব্যবহার করছেন ক্রেতারা। তাদের গবেষণা অনুযায়ী, আগে গড়ে প্রতি ১৯ মাসে একবার করে স্মার্টফোন ব্যবহার করতেন মার্কিন নাগরিকরা। আর এখন সেই সময় বেড়ে দাঁড়িয়েছে ৩৩ মাসে। মাকির্নযুক্ত রাষ্ট্রে আইফোন ও স্যামসাং ব্যবহারাকারীই সর্বোচ্চ ৭০ শতাংশ। এলজি ও মটোরোলা সহ অন্যান্য স্মার্টফোনে অনুগত ক্রেতার সংখ্যা ৫০ শতাংশের নিচে। সেখানে গড়ে একটি আইফোন ব্যবহার করা হয় ১৮ মাস। স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন ব্যবহার করা হয় ১৬ মাস।